
গোলাপগঞ্জ প্রতিনিধি : সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদসহ ২৮ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। গোলাপগঞ্জ থানার মুসলিমাবাদ গ্রামের মোছাঃ রুলী বেগম তাহার স্বামী তাজ উদ্দিন হত্যার অভিযোগে এ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে রুলি বেগম অভিযোগ করেছেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-জনতা মিছিল নিয়ে ঢাকাদক্ষিণ বাজার হইতে গোলাপগঞ্জ পৌরসভা চৌমুহনীতে যাওয়ার পথে ওৎ পেতে থাকা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করিলে তাহার স্বামী তাজ উদ্দিন পেটের ডানপাশে গুলিবিদ্ধ হন। এই সময় ঘটনাস্থলে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিজিবি ও পুলিশ গুলিবর্ষন করলে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাহার স্বামীকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহার স্বামীকে মৃত ঘোষণা করেন। দেশের সার্বিক আইন-শঙ্খলা পরিস্থিতি ও আসামীদের তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত থাকায় মামলা দায়েরে বিলম্ব হয়ছে বলে তিনি উল্লেখ করেন।
মামলায় তিনি সাবেক এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সারোয়ার হোসেন, আলী আকবর ফখর, বদরুল ইসলাম সুয়েব, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ তারিফ উদ্দিন সহ ২৮জনের নাম উল্লেখ করেছেন। এছাড়াও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করেছেন।
তবে এ মামলায় বিদেশে থাকা আওয়ামীলীগের অনেক নেতাকর্মীদেরকে আসামী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভ‚ক্তভোগীরা এ নিয়ে নানা সংশয় প্রকাশ করছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের বাসিন্দা মামলার ৬ নং আসামী মোঃ তারিফ উদ্দিনের পিতা নুরুল ইসলাম অভিযোগ করেন, ‘তাহার পুত্র উচ্চ শিক্ষার জন্য অনেক আগেই যুক্তরাজ্যে চলে যান। সে দেশে থাকতে ছাত্রলীগের রাজনীতি করতো। সে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিল। পরে ফেঞ্জুগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাদের ইন্ধনে উক্ত মামলায় তাকে আসামী করা হয়েছে। আওয়ামী সরকার পতনের পর থেকে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাড়িতে কয়েকবার হামলা চালায়। মামলা দায়েরের পর থেকে পুলিশ বাড়িতে অভিযানের নামে হয়রানী করছে। এখন দেশজুড়ে ডেভিলহান্ট নামে অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী তার বাড়িতে বার বার অভিযান চালাচ্ছে। এতে তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।’
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত তাজ উদ্দিনের স্ত্রী ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলাটি এখন তদন্তাধীন। এখন আসামী কাউকে আটক করা যায়নি। তবে আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।