• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা রাসুকে সিলেট মহানগর বিএনপির শোকজ

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
বিএনপি নেতা রাসুকে সিলেট মহানগর বিএনপির শোকজ

গণঅভ্যুত্থান পরবর্তী সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানির অভিযোগে বিএনপি নেতা রাসুকে মহানগর বিএনপির শোকজ।

রোববার সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসুকে বিগত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে মামলা দিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি করা প্রসঙ্গে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

আরো জানা যায়, বিগত জুলাই-আগষ্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে গণ অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন আহতদেরকে বাদী বানিয়ে সাধারণ মানুষদেরকে মামলা দিয়ে হয়রানি করা ও নিজের ফায়দা হাসিলের অভিযোগ আপনার বিরুদ্ধে পাওয়া গিয়েছে। যাহা দলের ভাবমূর্তি বিনষ্ট ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এই ধরনের অনৈতিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা অমান্য করার সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না আপনার প্রমাণাদি থাকলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করা যাবেনা। বিএনপি’র কেন্দ্রীয় ঊর্ধ্বতন নেতাকর্মীদের নির্দেশ রয়েছে যদি কেউ এরকম করে থাকেন তাহলে তিনি যেই হোন না কেনো তার বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে।