প্রেস বিজ্ঞপ্তিঃ মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ " শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ে শনিবার (১১ জানুয়ারি, ২০২৫) এ কর্মশালার আয়োজন করে ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন পরিষদ।
১ম পর্বে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে ২য় পর্বে দক্ষিণভাগ দঃ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমরান আহমদের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারী ফয়ছল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বিশেষ অতিথি এস এম রাশেদুজ্জামান বিন হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী, ইউনিয়ন পরিষদের উপ-সহকারী কর্মকর্তা অঞ্জন দাস অপু, ইউনিয়ন ভূমি সহ-কারী কর্মকর্তা আশীষ কুমার সরকার, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, কলাজুড়া হাজী আপ্তাব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমিনুল হক, সায়রা বেগম, রিয়াজুন বেগম, ছাত্র প্রতিনিধি সাইফুর রহমান , আফজাল হোসেন রুমেল সহ প্রমুখ।
কর্মশালায় আগত অতিথিরা বলেন, ‘বাংলাদেশকে বদলাই , বিশ্বকে বদলাই "আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ" শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্য দিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302