• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

কাজিরবাজার মাদ্রাসার ইসলামি মহাসম্মেলন সফলের আহবান জানালেন মুহতামিম মাওলানা আব্দুস সুবহান

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
কাজিরবাজার মাদ্রাসার ইসলামি মহাসম্মেলন সফলের আহবান জানালেন মুহতামিম মাওলানা আব্দুস সুবহান

একুশে নিউজ ডেস্ক : সিলেটের বর্ষিয়ান আলেমে দ্বীন মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহ. এর প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুস সুবহান মাদ্রাসার ইসলামি মহাসম্মেলন সফলের আহবান জানিয়েছেন।

তিনি রোববার (১২জানুয়ারি) রাতে জামিয়ার অফিসিয়াল পেইজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে জামিয়ার ফুযালা, আবনা, শুভাকাঙ্খীসহ সিলেটবাসীকে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী মহাসম্মেলন সফলের আহবান জানান।

ভিডিও বার্তায় তিনি ভারাক্রান্ত হৃদয়ে বলেন, আমাকে মজলিসে শুরা, আমেলা মিলে এই গুরু দায়িত্ব অর্পণ করেন। আমি প্রিন্সিপাল রহ. এর অক্লান্ত মেহনতে গড়া জামিয়াটির প্রিন্সিপালের মসনদে বসার আকাঙ্কা ছিল না। ক্রান্তিকালে আমাকে এই দায়িত্ব গ্রহণ করেছি। আমি উস্তাদ ও কমিটির সবার মেহনতে অতীতের বেতন আংশিক আদায়ের পরও এই ১১মাসের বেতন আদায়ে আমরা সক্ষম হয়েছি। লিল্লাহ বোর্ডিংয়ে একদিনও চাউলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের টানাপোড়েন হয়নি।

অবশেষে তিনি এই উন্নতি আর সহযোগিতা যাতে ধরে রাখা যায় এই জন্য সবার সহযোগীতাও তিনি কামনা করেন।