দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম এডহক কমিটির অনুমোদন প্রদান করেন। ৩৭.১৪.৯১০০.৪০০.৬৩.০০৫.২৫.৮ স্মারকে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, "বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪"এর ৬৪-ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত বিদ্যালয়ের এডহক কমিটিকে অনুমোদন দেয়া হলো।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302