বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার ২০২৫-২৬ ইং সনের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন বীরেন্দ্র চন্দ্র মল্লিক।তিনি বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বীরেন্দ্র চন্দ্র মল্লিক জানান, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সদস্যগণের ভোটে তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সবসময়ই চেষ্ঠা করেছেন সংগঠনকে এগিয়ে নিতে। তারই ধারাবাহিকতায় সংগঠনের অসমাপ্ত কাজ গুলো সম্পূর্ণ করার লক্ষ্যে এবারের নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন। ফলে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সংগঠনকে এগিয়ে নিতে আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সকলের মূল্যবান ভোট ও ভালোবাসা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৪ জন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন ২ জন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302