একুশে নিউজ ডেস্ক : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২৬ ইং সনের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার বর্তমান কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মো. দিলাজ আহমদ। তিনি আইনজীবী সহকারী সমিতি সিলেট শাখার সকল ভোটারের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
সভাপতি প্রার্থী দিলাজ আহমদ জানান, সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যক্রম গতিশীল করতে আইনজীবী সহকারী সমিতির সদস্যগণকে নিয়ে সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবেন।
তিনি আরও জানান, আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখাকে দেশের মধ্যে একটি আধুনিক স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার ভোট প্রত্যাশা করেন।