• ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

সুস্থ দেহমন ঘটনে খেলাধুলার বিকল্প নেই: খান জামাল

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
সুস্থ দেহমন ঘটনে খেলাধুলার বিকল্প নেই: খান জামাল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেছেন সুস্থ দেহমন ঘটনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এজন্য লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর অবদান অপরিসীম।

গতকাল রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ আশিঘর ইয়াং স্টার ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টেের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের তিনি একথা বলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা জালাল আহমদ। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউর রহমান কাওসার, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজরফ মাহি ও ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাহের এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া আরপিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হুসেন আহমদ খান ইরন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তারেক আহমদ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, বিএনপি নেতা রুমেল আহমদ, ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিমন হাসান রিমু, মাইজগাঁও ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শেখ মামুন, ছাত্র দল নেতা হুসাইন আহমদ, সাব্বির, সাইফুল প্রমুখ।

ফাইনালে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।