• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জটিল কিডনী রোগে আক্রান্ত হেলাল উদ্দিনকে আর্থিক সহযোগিতা প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
জটিল কিডনী রোগে আক্রান্ত হেলাল উদ্দিনকে আর্থিক সহযোগিতা প্রদান

সিলেট জেলা যুবদলে সাবেক সহসাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনকে দেখতে ও তার শারীরিক অসুস্থতার খবর নিতে হাসপাতালে যান বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, লন্ডন মহানগর বিএনপি নেতা শামসুল ইসলাম ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ১নং ওয়ার্ডে তাকে দেখতে যান। সেখানে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুটি কিডনীতে জটিল রোগে আক্রান্ত হেলাল উদ্দিনের শারিরীক অবস্থার খোজ খবর নেন এবং লন্ডন বিএনপি নেতা আবেদ রাজা ও শামসুল ইসলামের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় আবেদ রাজা বলেন, তারা লন্ডনে গিয়ে হেলাল উদ্দিনের কিডনীর চিকিৎসার জন্য সেখানে অবস্থানরত প্রবাসী ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আর্থিক সহায়তার সর্বোচ্চ চেষ্টা করবেন।