• ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ-প্রতিবাদ, পুনরায় কমিটি গঠনের দাবি

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫
বড়লেখায় বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ-প্রতিবাদ, পুনরায় কমিটি গঠনের দাবি

তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার ত্যাগি নেতাদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগের অপশাসনের সহযোগি মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে ব্যক্তিগত স্বার্থ হাছিলকারিদের আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসীন করার অভিযোগ উঠেছে।

নিষ্ক্রীয় ও বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাথে আঁতাতকারীদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, মুজিব রাজা চৌধুরী, তুতিউর রহমান তুতাব আলী, ময়নুল ইসলাম প্রমুখ। ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী, সাহসী, সৎ, পরিশ্রমী, দক্ষ ও শিক্ষিত সংগঠক নিয়ে পুনরায় উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল ইসলাম। এসময় বিএনপি নেতা সেলিম উদ্দিন, জালাল আহমদ তালাল, সুফিয়ান আহমদ তাপাদার প্রমুখ উপস্থিত ছিলেন।