![](https://ekusheynet.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় যুব কল্যাণ পরিষদের পৌর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে পরিষদের সভাপতি ছায়েদ আহমদ ছাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদ সারওয়ার মান্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পৌর যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা ও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জুবের আহমদ, প্রভাষক তারেক আহমদ।
সম্মেলনে ছায়েদ আহমদ ছাদকে সভাপতি ও তাওহিদ সারওয়ার মান্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে পৌর যুবকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
পরিষদের পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহসভাপতি নাহিদ বখত ও মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক জাকির হোসেন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক মান্না আমিন, অফিস সম্পাদক আলী হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জাবেদ আহমদ, ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ওয়াজেদ পারভেজ, মিডিয়া সম্পাদক রেদওয়ান আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম।