• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরের জামান চৌধুরী। সকাল ১১টায় প্রধান অতিথি সভাস্থলে উপস্থিত হলে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের কয়েকজন চৌকস সদস্য তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি পতাকা উত্তোলন সম্পন্ন করলে স্কাউট ও গার্ল গাইডস্ দল মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নূরের জামান চৌধুরী বলেন, জীবনে বড় হতে হলে ফিজিক্যাল, মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল এই তিন ধরনের ফিটনেস সবাইকে অর্জন করতে হবে। বিদ্যালয়ের কো-কারিকুলার এক্টিভিটিজ এর মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এই তিনটি ফিটনেস অর্জনে অসামান্য ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ জহুর আহমেদ বিদ্যালয়ের প্রারম্ভিক সাফল্যের স্মৃতিচারণ করেন এবং বর্তমান শিক্ষার্থীদের এ সকল চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এরপর বার্ষিক ক্রীড়ার কয়েকটি ইভেন্ট সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পবর্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ দুপুর ২টায় দলীয় সংগীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও লোকসঙ্গীতে মুখরিত এই অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অবন্তী রচনা ও নুসরাত চৌধুরী। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম. আবদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের এসব পরিবেশনার প্রশংসা করেন এবং সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখার প্রত্যাশা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার শিক্ষা অফিসার এ. এস. এম আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাজমা বেগম, দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচরিতা দাস।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পরপরই অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর এমন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।