একুশে নিউজ ডেস্ক : সিলেট নগরীর আখালিয়ায় মিজান কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত ৯টায় নেহারীপাড়া ডি বল্কের মাঠে শেখ সাইফুল ইসলামের পরিচালনায় মিজান কাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে এনাম ধানু হাটা ও ইনায়া স্পোর্টিং ক্লাব বলদির মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে ম্যাচে টাইব্রেকারে ১-০ গোলে এনাম ধানুহাটা পরাজিত করে ইনায়া স্পোর্টিং ক্লাব বলদি কে। ম্যাচ রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন, রিপন আহমদ। চ্যাম্পিয়ান হয় এনাম ধানু হাটা, রানারআপ ইনায়া স্পোর্টিং ক্লাব বলদি।
এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিজান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, সদস্য সানাউল হক সানা, ব্রস্ক্রস বোরো নিউইয়র্ক বিএনপির আহবায়ক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, আইনশৃঙ্খলা কমিটির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু, বাবুল আহমদ, আব্দুল হামিদ, শেখ শামিম আহমদ, জামাল আহমদ মুন্না, আজাদ মিয়া প্রমুখ।
খেলা পরিচালনা করেন শেখ সাইফুল ইসলাম, মিছবাহুর রহমান, আহমেদ রিজভী, আরমানুল ইসলাম জয়, জুবেল আহমদ,হাসান আহমদ, আদিল আহমদ, ওয়াকিল,ওমর, কামরুল, মিনহাজ, শাহরিয়ার, রানা, এহসান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302