একুশে নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা শিক্ষা, উন্নয়ন, রাজনীতি, নেতৃত্বে পিছিয়ে পড়েছি। দিন দিন আমাদের শিক্ষার হার অনেকটা কমছে। এ কারনে নেতৃত্ব শুন্যতা তৈরী হয়েছে সিলেটে। আমাদের সন্তানদের মেধাবী ও যোগ্য করে তুলতে হবে। এজন্য মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন শিক্ষিত মা-ই পাল্টে দিতে পারে সমাজ ব্যবস্থা। তাই নারীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা জরুরী।
শনিবার বিকালে হবিগঞ্জের চুনারুঘাটের ময়নাবাদে ইসলামে নারী শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আলোচনা সভার আয়োজন কওে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ।
জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের প্রফেসর ইলিয়াস বখত্ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ চৌধুরী, কাছুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার আলম, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা খাতুন, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর নুরুল হক, অধ্যক্ষ ফারুক উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজু, তোফায়েল আহমদ খান, তপন চৌধুরী, মাওলানা ছায়েম আহমদ চৌধুরী, অধ্যক্ষ সভায় বক্তারা বলেন, সিলেট জনপদের রয়েছে প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস। শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, নান্দনিক শোভাসহ সব দিক থেকেই সিলেট ছিল অনন্য। দুঃখজনকভাবে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সূচকের মধ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই সিলেট পিছিয়ে। সাক্ষরতার হার একটি জনগোষ্ঠীর শিক্ষার সার্বিক অবস্থা নির্দেশ করে।
সেখানেও সিলেট পেছনে। এজ্যন্য বক্তারা উপজেলা ওয়ারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে আরও অগ্রাধিকার দিতে হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302