• ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাবান, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে মধ্যরাতে পুড়ল প্রবাসী আ.লীগ নেতার বাড়ি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫
ওসমানীনগরে মধ্যরাতে পুড়ল প্রবাসী আ.লীগ নেতার বাড়ি

একুশে নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরের নিজ বুরুঙ্গা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা নুরুল মতিন চৌধুরী লুকুর বাড়িটি অজ্ঞাত দুস্কৃতিকারী আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুকু চৌধুরীর স্বজনরা অভিযোগ করেন আগুন লাগানোর সময় বাড়ির কেয়ারটেকার ও তার পরিবারের সদস্যরা ঘুমে ছিলেন। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রন করেন। আগুনে ঘরের টিনের ক্ষতি ছাড়াও বিভিন্ন আসবাবপত্র ও কাপড় পুড়ে যায়। খবর পেয়ে রাতে স্থান পরির্দশন করেছেন থানার এসআই মুজিবুর রহমান।

টিনশেড বিশিষ্ট দালানের একটি অংশে বসবাসকারী কেয়ারটেকার আব্দুল কুদ্দুছ জানিয়েছেন রাত ১২টার দিকে তিনি শব্দ শুনতে পান। আগুনের শিখা দেখে ঘর থেকে বের হন। চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে ৬টি কক্ষ ও দুটি বাথরুম পুড়ে যায়। আগুনে তার স্ত্রীর ১০ হাজার টাকাও পুড়ে গেছে বলে জানান কুদ্দুছ।

ওসমানীনগর ফায়ার সার্ভিসের দলনেতা সুব্রত সরকার পঙ্কজ জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘর থেকে আগুন লাগতে পারে। আগুনে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে তারা আগুন নিয়ন্ত্রন করেন বলে জানান তিনি।

বুরুঙ্গা গ্রামের লোকজন জানিয়েছেন বাড়িটির এক অংশে কেয়ারটেকার ও আরেক অংশ তালবদ্ধ থাকত। লুকু চৌধুরী বাড়িতে আসলে এক অংশে বসবাস করতেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঘরের উপরের টিনে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে কেয়ারটেকার তাদের জানান। আগুন নেভাতে গ্রামের অনেকে এগিয়ে যান।