তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখায় ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ। দেলোয়ার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামের বলাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চলতি বছরের ৯ জানুয়ারি ওই শিশুকে নিজের ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালান দেলোয়ার হোসেন। পরে স্বজনরা আহত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য
তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার নয়দিন পর গত ১৬ জানুয়ারি শিশুটির পরিবারের পক্ষ থেকে বড়লেখা থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে দেলোয়ারকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র্যাবের সহায়তায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার রাতে বলেন, এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার একমাত্র আসামি দেলোয়ারকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302