একুশে নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আবুল কালাম আজাদ বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা দূর করতে হবে। স্বদেশমুখী করে তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এজন্য অভিভাবক এবং সরকারকে উদ্যোগী হতে হবে। তাহলেই দেশ ও জাতি আরও এগিয়ে যাবে।
শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজার সংলগ্ন জামতলা রোডে অবস্থিত স্টুডেন্টস হোম স্কুলের কনফারেন্স হলে ১৭তম স্টুডেন্ট মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এসময় তিনি বলেন, মেধাকে আটকে রাখা যায়না। এটি অগ্নিকুন্ডের মত প্রজ্জ্বলিত হতে থাকে। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত সুশিক্ষা অর্জন করে নৈতিকতা ও মূল্যবোধ তৈরির মাধ্যমে ভালো মানুষ হওয়া। তিনি শিক্ষার্থীদের ঊীঃৎধ ঈঁৎৎরপঁষধস অপঃরারঃরবং এর প্রতিও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সিলেট শিক্ষাবোর্ডের এম তাজুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থী অভিভাবকদের দায়িত্ব অনেক বেশি। অভিভাবকরা যেন তাদের কৃতি সন্তানদের প্রতি বেশি খেয়ালী হন এবং ব্যস্ততার মধ্যে নিজ সন্তানের শিক্ষার জন্য সময় ব্যয় করেন। বিশেষ অতিথির বক্তৃতায় সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক মেধাবী শিক্ষার্থীর উদ্দেশে বলেন- শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করার জন্য এ ধরনের মেধাবৃত্তি তাদেরকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সামছুল কবির বলেন, স্কুলে পড়াশুনার সময়টাই হল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল ভিত্তি। এ ভিত্তিকে মজবুত করতে পারলেই জীবনে সফলতা নিশ্চিত। তাই শিক্ষার্থী ও অভিভাবকদেরকে অধিক দায়িত্বশীল হতে হবে। অন্যানের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের মো: আতিকুর রহমান।
১৭তম স্টুডেন্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের নভেম্বরে। বৃত্তির ফল প্রকাশিত হয় একই বছরের ডিসেম্বরে। সিলেট নগরী ও এর বাইরে শতাধিক স্কুলের প্রায় ৫শতাধিক ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৫৫জন শিক্ষার্থীকে ৪টি গ্রেডে চূড়ান্তভাবে বাছাই করা হয়। আজ তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্টুডেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটাঃ অধ্যক্ষ এম.এ.এইচ মিলন সভাপতির বক্তৃতায় কৃতি শিক্ষার্থীদের ডিভাইস নির্ভর না হয়ে পড়াশুনায় আরও মনোযোগী হওয়ার জন্য পরামশ্র্ দেন। ২০২৫ সালে ১৮তম স্টুডেন্ট মেধাবৃত্তি অনুষ্টিত হবে আগামী নভেম্বর মাসের ১ম সপ্তাহে এবং ফরম বিতরণ শুরু হবে জুনের ১ম সপ্তাহে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302