তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর এর পৃষ্ঠপোষকতায় এবং দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারি) এম.এ হোসেন নুর বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পরীক্ষা গ্রহন এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষার কনট্রলার আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ফোরাম দক্ষিণভাগ এর প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুস সাত্তার, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, কলাজুরা আপ্তাব মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেলাল উদ্দিন, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব খান, বড়লেখা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রব, শিক্ষক জাবের হোসেন, জাকির মাসুম, ব্যবসায়ী জহিরুল ইসলাম, শিক্ষানুরাগী এমদাদুল হক প্রমুখ।
২০২৫ সালের ৫৬ জন এস.এস.সি পরীক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম বারের মতো অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় দক্ষিনভাগ উত্তর, দক্ষিনভাগ দক্ষিন এবং সুজানগর ইউনিয়নের মাধ্যমিক স্তরের মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৫ জন ট্যালেন্টপুলে, ১০ জন সাধারণ এবং ৪১ জন শুভেচ্ছা বৃত্তি লাভ করে। পুরস্কার হিসেবে সবাইকে শুভেচ্ছা স্মারক, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
উল্লেখ্য যে বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন নুর বাংলাদেশ থেকে বিবিএ ও এলএলবি সম্পন্ন করে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য যুক্তরাজ্য যান এবং ইউনিভার্সিটি অফ বোল্টন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এ বৃত্তি আরও বৃহৎ পরিসরে আগামী আয়োজন করতে ইচ্ছুক এবং এ ধরনের মহতি উদ্যোগের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302