• ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাবান, ১৪৪৬ হিজরি

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি জেগে উঠেছে -এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি জেগে উঠেছে -এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বেলা ২ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুব বিভাগের জেলা সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরীর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা যুব বিভাগের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারী জেনারেল ও যুব বিভাগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মৌলভীবাজার-৩ (রাজনগর সদর)-জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মো: আব্দুল মান্নান, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার পৌরসভা আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আলী রশিদ চৌধুরী, রাজনগর উপজেলা জমায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু নুমান মুয়িন, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, রাজনগর উপজেলা সভাপতি হাবিবুর রহমান, কুলাউড়া উপজেলা সভাপতি মারুফ আহমদ নাজিম, জুড়ী উপজেলা সভাপতি আলমগীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি তারেক মাহফুজ, কমলগঞ্জ উপজেলা সভাপতি জুবায়ের আহমদ খান, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য জুলাই আগস্ট এর আহত ও নিহতদের স্মরণ করে বলেন আমাদের তরুণ যুবকেরা ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করেছে। আমরা এই দেশ যুব সমাজের হাতে তুলে দিতে চাই, তিনি বলেন যুব বিভাগ যুবকদের মানব উন্নয়নে ভূমিকা রাখবে এবং আজকের যুবকরাই আগামী দিনে দেশে নেতৃত্ব দিবে।