• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর তাঁতী দল সভাপতি আব্দুল গাফফারের বোনের দাফন সম্পন্ন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫
সিলেট মহানগর তাঁতী দল সভাপতি আব্দুল গাফফারের বোনের দাফন সম্পন্ন

একুশে নিউজ ডেস্ক : সিলেট মহানগর তাঁতী দল সভাপতি আব্দুল গাফফার এর বড় বোনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নগরীর খরাদীপাড়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, খরাদীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী ছানা উল্লাহ ফাহিমসহ প্রমূখ।

উল্লেখ্য, বুধবার বিকেল চারটায় হৃদক্রিয়া বন্ধ হয়ে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন আব্দুল গাফফারের বড় বোন। মৃত্যুকালে তিনি ভাই-বোন, স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।