
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সালিশে আসা এক দম্পতির ওপর হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ৮নং দক্ষিণ ভাগ ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল হকের নেতৃত্বে এ হামলা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের আলীম পুর গ্রামের মো ইসমাইল আলীর পুত্র মো মুমিনুল ইসলাম একই ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিনের ভগ্নীপতি ও দক্ষিনভাগ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সামছুল হকের মেয়ে তাহমিনা আক্তার আম্বিয়া কে গোপনে বিয়ে করে ইংল্যান্ডে পালিয়ে যায়। এই ঘটনায় গত ১০ জুলাই ২০২৩ ইং সনে তাহমিনা র চাচা আজিজুল হক বাদী হয়ে অপহরন মামলা দায়ের করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে।
বিষয়টি নিয়ে সালিশের জন্য দক্ষিনভাগ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ফয়জুর রহমান পলাশ ইসমাইল আলী, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে সফিকুল ইসলাম কে পরিষদে আনেন। সেখানে ইউ. পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলীম উদ্দিনের সাথে তারা কথা বলেন। এর পরপরই ইউ.পি আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল হকের নেতৃত্বে কয়েকজন মিলে ইসমাইল , রহিমা ও সফিকুল কে মারধর শুরু করে। আহত বৃদ্ধ ইসমাইল আলীর ভাষ্য, ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হন।
ইউ. পি সদস্য ফয়জুর রহমান পলাশ বলেন, দুই পক্ষের মীমাংসার জন্য চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে পরিষদ ভবনে ডেকে এনেছিলেন। চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরপরই ওই তিন জনের ওপর হামলা করা হয়।
এদিকে আজিজুল হকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নাম্বার’টি বন্ধ পাওয়া যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন , সালিশ বৈঠকে নারীসহ তিন জনকে মারধরের ঘটনার সংবাদ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।