• ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

জুড়ীতে কাপ এন্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫
জুড়ীতে কাপ এন্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফ্রেন্ডস ক্লাব এলাপুর চা বাগান কর্তৃক আয়োজিত কাপ এন্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৪ টায় স্থানীয় এলাপুর চা বাগানস্থ ফুটবল মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় জুড়ী জুনিয়র রাইটার্স এফসি ৩-০ গোলে স্থানীয় শাপলা ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা গ্রহণ করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক মনি লাল শাওতালের সভাপতিত্বে এবং সঞ্জয় দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আব্দুল হাকিন ইমন, এলাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চন্দন চাষা, সাবেক ফুটবলার সাধু চাষা এবং আব্দুস শহীদ প্রমূখ।