একুশে নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য সুশিক্ষার বিকল্প নেই। সুশিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের নৈতিকতার বিকাশ ঘটাতে হবে, তা একমাত্র সম্ভব প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর মাধ্যমে। তিনি বলেন, শিক্ষার শুরুটাই হল প্রাথমিক স্তর থেকে। একটি শিক্ষা কমিটি গঠনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। প্রাথমিক শিক্ষার সাথে শিক্ষার্থীর নৈতিকতার শিক্ষার প্রতি গুরুত্বারোপ করার জন্য স্কুলের শিক্ষকদের পরামর্শ দেন। শহরের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে খেলার মাঠ না থাকায় গৃহবন্দী শিক্ষায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটে। অত্র স্কুলে খেলাধুলার স্থান থাকায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। স্কুলের চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিলেট নগরীর জল্লারপাড়স্থ জামতলা রোডে ব্রিটিশ কাউন্সিল, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান স্টুডেন্টস হোম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ব্রিটিশ কাউন্সিল, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান স্টুডেন্টস হোম স্কুলের অধ্যক্ষ রোটাঃ এম ই এইচ মিলনের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক আব্দুর রহিম এবং সাগর রায়ের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটির প্রফসের ড. ইঞ্জনিয়িার আমিনুল হক ঈমান। তিনি বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার আলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং অভিভাবকদের সন্তানের জন্য অধিক সচেতন থাকার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিশারী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি প্রবাল কান্তি ভট্রাচার্য্য সহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302