• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সদস্য রত্না বসাক, মনজুর আহমদ, মামুন বেপারি, রুমন বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সিমান্ত রায়, সংগ্রাম পরিষদের জুয়েল আহমদ, আবুল খায়ের, আজিবুর রহমান,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের অর্চিতা শর্মা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সৈয়দা সানজিনা আহমেদ নাহিয়া,নাঈম আহমেদ প্রমূখ।

সমাবেশে বক্তারা মহান মাতৃভাষা দিবসের চেতনা ধারণ করে বৈষম্যহীন-অসাম্প্রদায়িক-শোষণমুক্ত-গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন মব কালচার ও মত প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।