• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

আঞ্চলিক পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আরিফ প্রথম স্থানে বিজয়ী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫
আঞ্চলিক পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আরিফ প্রথম স্থানে বিজয়ী

মো. বায়েজীদ বিন ওয়াহিদ:জামালগঞ্জ থেকে:

আঞ্চলিক পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শরীফ আহমদ ৪শ মিটার দৌড়ে প্রথম স্থান হয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়াও ১শ মিটার দৌড় ও গোলক নিক্ষেপে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শরীফ আহমদ।
প্রথমে গত ৬ ফেব্রুয়ারী উপজেলা, ৯ ফেব্রুয়ারী জেলা, ১৩ ফেব্রুয়ারী উপঅঞ্চল ও পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অঞ্চল পর্যায় ভিত্তিক বিভিন্ন দলের সাথে খেলে এই বিজয় অর্জন করেন শরীফ আহমদ।
বিজয়ী শরীফ আহমদ জানান, আমার লক্ষ ছিল আমি বিজয়ী হয়ে আমার স্কুলের সম্মান বয়ে আনবো। এ বিজয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের প্রতি।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, শরীফ আহমদ আমাদের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিজ জেলা, বিভাগ ছাড়িয়ে অঞ্চল পর্যায়ে দৌড়ে প্রথম স্থান ও অন্য দুটি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের জামালগঞ্জ উপজেলা ও বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। ভবিষ্যতে আমার বিদ্যালয়ের ছাত্ররা আরো ভালো করবে বলে আমার বিশ্বাস।

শরীফ আহমদ জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।