
সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৮ম সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও আনন্দ ভ্রমন ২০২৫ পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে পবিত্র রমজান মাসে বিভিন্ন জায়গায় পর্দার আড়ালে ভ্রাম্যামান খাবার হোটেল বন্ধ রাখার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সভায় বক্তারা বলেন, বাংলা আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা। ১৯৫২ সালে ভাষার মর্যাদা রক্ষার্থে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা। তাদের এ মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা। বায়ান্নর ভাষা আন্দোলনই পরবর্তীকালে স্বাধিকার আন্দোলনের বীজ রোপণ করেছিল। ভাষা আন্দোলন ছিল ঔপনিবেশিক দাসত্ব ও শাসন-শোষণ-নিপীড়নের বিরুদ্ধে বাংলার প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার উন্মেষ। ভাষা আন্দোলনের পথ ধরেই অর্জিত হয়েছে আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ‘বাংলা’ শুধু এখন বাংলাদেশের ভাষা নয়, বাংলা এখন একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্ব ইতিহাসে ভাষার জন্য রক্ত দেওয়ার প্রথম দৃষ্টান্ত আমাদের মাতৃভাষা বাংলার। যে কারণে বিশ্বের বুকে বাংলা এক গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টিকারী ভাষা হিসেবে পরিচিত। আর এই পরিচয় দেওয়ার প্রথম অবদানটুকু হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। ১৯১৩ সালে তার অমর কাব্য ‘গীতাঞ্জলি’ তাকে এনে দেয় ‘নোবেল পুরস্কার’। তখনই এর মাধ্যমে বিশ^বাসী জানতে পারে, বাংলা ভাষার কথা। শুরু হয় বাংলা ভাষার বিশ্বায়ন প্রক্রিয়া। বক্তারা আরো বলেন, এতো আত্মত্যাগের পরে পাওয়া বাংলাা ভাষা ও সংস্কৃতিকে প্রত্যেক বাংলাদেশীদের সর্বক্ষেত্রে মর্যাদা দেওয়া খুবই প্রয়োজন। আমরা দেখতে পাই এই ভাষার মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন আয়োজনে বাংলা সংস্কৃতিতে উপেক্ষা করে বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করেছেন যা অত্যন্ত নিন্দনীয় ও দেশমাতৃকা বিরোধী। বক্তারা ভাষার মাসেও বাংলা সংস্কৃতি উপেক্ষা করে বিজাতীয় সংস্কৃতি লালনকারীদের বাংলাদেশ বিদ্ধেষী হিসেবে আখ্যায়িত করেন।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৮ম সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ জয়নাল আবেদীন, মাহফুজ আল গালিব, মোঃ ইকবাল হোসেন, মোঃ ইয়াকুব, নীলমনি কান্ত চন্দ, মোঃ বেলাল হোসেন তুহেল, মোঃ আদনান ছামি ফাহিম, মোঃ সুহেল মিয়া, মোহাম্মদ সহিদ চৌধুরী ও মোঃ তাজ উদ্দিন।