• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাহপরান (রহ.) থানা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫
শাহপরান (রহ.) থানা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

শাহপরান (রহ.) থানা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ১০টি ওয়ার্ডে নেতৃবৃন্দের পক্ষ থেকে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল নগরীর শাহপরান (রহ.) গেইট থেকে আনন্দ মিছিলটি শুরু থেকে বিভিন্ন প্রদক্ষিণ করে গেইটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ৩১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাজন মিয়া, ৩৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন পংকি, ২৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশু মিয়া, ৩২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আমিন মিয়া, ৩৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম তাজ, আব্দুল হাই জুনেল, নাজির খান, চাঁন মিয়া, আলমগীর, খয়রুল, আব্দুল মালিক, এনাম খাঁন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মাছুম আহমদ, জেলা যুবদলের সদস্য মিজান আহমদ, সিলেট সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, ৩৪নং ওয়ার্ড বিএনপি সদস্য সালেক আহমদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুর শুকুর, জসিম, গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।