• ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বড়লেখায় ফ্রিজ এন্ড টিভি নাইট মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বড়লেখায় ফ্রিজ এন্ড টিভি নাইট মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় ফ্রিজ এন্ড টিভি নাইট মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের  সমাপনী ফাইনালে খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার রাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গ্রামতলা কালীবাড়ি সংলগ্ন মাঠে সমাপনী ফাইনাল খেলায় তরুণ ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস সার্কেল বড়লেখা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদির।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সেক্রেটারি সাব্বির রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষক ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, সমাজসেবক এমাদ উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদিন, সদর ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমীন এছাড়াও উপস্থিত ছিলেন নবীন ও প্রবীণ ক্রীড়া-সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।