হাবিব রহমান, জামালগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সাবরেজিস্টার মাঠে উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.আব্দুর রব ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করেন। এদিকে আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা প্রতি বছরই কৃষির উপর গবেষণা করে বড় বড় সাফল্য অর্জন করছে। যা পৃথিবীর অন্য দেশগুলোর কাছে উদাহরণ হয়ে থাকবে। এই প্রযুক্তি মেলা আমাদের নতুন প্রজন্মের জন্য কৃষি ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302