নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর শাখার আয়োজনে সংগঠনের দৃষ্টিভঙ্গি ও উপশাখা দায়িত্বশীলদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় জামায়াতের কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ৯ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বড়লেখা শহর শিবিরের সভাপতি হুমায়ুন কবির সাজু।
এতে বড়লেখা শহর শিবিরের সেক্রেটারি নোমান আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা শহর শিবিরের অর্থ সম্পাদক এমদাদুল হক এমাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মো. কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক শামসুল আলম হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা শিবিরের সভাপতি সাব্বির আহমদ, সদর ইউনিয়ন উত্তর সভাপতি আব্দুস সামাদ সাঈদ, সদর ইউনিয়ন দক্ষিণ সভাপতি আব্দুল্লাহ মোঃ তারেক, পৌরসভা সেক্রেটারি ইফতেহাম মাহফুজ, সদর ইউনিয়ন উত্তর সেক্রেটারি শাফি উদ্দিন মাশরাফি, মাদরাসা সেক্রেটারি আদিলুর রহমান প্রমূখ।
অনুনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কোন বিল্ডিংয়ের ভিত যদি দূর্বল হয়ে যায়, তবে উপরের নির্মাণশৈলি যতই কারুকার্যমণ্ডিত ও শক্তিশালী হোক না কেন, সেটির স্থায়িত্ব বেশিদিন থাকে না। সামান্য ধাক্কায় যদি ভিত নড়ে যায়, তবে উপরে সুবিশাল সুসজ্জিত অট্টালিকাও তখন বসবাসের অনুপযোগী হয়ে যায়।
তিনি আরোও বলেন, ইসলামী ছাত্রশিবিরের সংগঠন কাঠামোর ভিত হল উপশাখা। সেটির ইমারত হল উর্ধ্বতন স্তরসমূহ (ওয়ার্ড/ইউনিয়ন, থানা, শাখা ও কেন্দ্র)। উপরের এই স্তরসমূহ যতই শক্তিশালী হোক না কেন, উপশাখা যদি মজবুত না হয়, ঠিকমত সুসজ্জিত না হয়, নিজের কাজগুলো যথাযথভাবে সম্পন্ন না করে, তবে ভিতের এই দুর্বলতা পুরো সংগঠনকেই হুমকির মুখে ঠেলে দেয় উপশাখাকে শক্তিশালী করতে আদর্শ উপশাখার কাজ উপস্থাপন করেন।
রিপন/এ নেট
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302