তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন সাবেক ও বতর্মান ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠকদের পরামর্শে ৮ মার্চ শনিবার বড়লেখা পৌর মিলনায়তনে “বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশন” নামক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় সর্বসম্মতিক্রমে ক্রীড়া সংগঠক এবি সিদ্দিকী দুলাল-কে সভাপতি ও জাহেদ আহমদ-কে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন কাঠালতলী ক্রিকেট ক্লাবের কামরুজ্জামান মুক্তা।
এতে আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায়
সভাপতিত্ব করেন ক্রীড়াঙ্গনের আলোকোজ্জ্বল ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু।
বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশন এর নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি কবির হোসেন টিপু (সাবেক যুগ্ম সম্পাদক, কোয়াব বড়লেখা), সহ-সভাপতি, সিপার আহমদ বাদল (সভাপতি, সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব, ডিমাই), আহমেদ ফারুক (সাধারণ সম্পাদক, কাঠালতলী ক্রিকেট ক্লাব), সাব্বির আহমদ (সাধারণ সম্পাদক, শাহবাজপুর ক্রিকেটার্স), শাহ আলম (প্রতিষ্ঠাকালীন সভাপতি, হান্টার বয়েজ ক্রিকেট ক্লাব কাঠালতলী), আবজল হোসাইন (উপদেষ্টা, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাব বড়লেখা), হাসান মাহমুদ বটল (উপদেষ্টা, উত্তর বড়লেখা ক্রিকেট ক্লাব), কামরুল হাসান (সহ-সভাপতি, গল্লাসাংগন ক্রিকেট ক্লাব)।
যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ বখত (উপদেষ্টা, পাখিয়ালা স্পোটিং ক্লাব), সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ (সিনিয়র সহ-সভাপতি, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাব বড়লেখা) আমিনুল ইসলাম (ভারপ্রাপ্ত সভাপতি, বালিছড়া ক্রিকেট ক্লাব), অলিদ আহমদ (সাধারণ সম্পাদক, আজিমগঞ্জ ক্রিকেট একাডেমি), কামরুজ্জামান মুক্তা (কাঠালতলী ক্রিকেট ক্লাব), শাহজালাল (সভাপতি, ডি.এস.টি ক্রিকেট ক্লাব ডিমাই), নুরুজ্জামান রাজন (টিম ম্যানেজার, দরগাবাজার ক্রিকেট ক্লাব), ফয়ছল আহমদ(সভাপতি, পাখিয়ালা কিংস), আব্দুল মুমিত (সভাপতি, হান্টার বয়েজ ক্রিকেট ক্লাব কাঠালতলী), ফয়ছল আহমদ (সাধারণ সম্পাদক, জাগরনী স্পোটিং ক্লাব)।
সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ (সভাপতি, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাব বড়লেখা), মাসুক আহমদ মাসুদ (টিম ম্যানেজার, রেইনভো ওয়ারিয়ার্স রতুলি), ফয়েজ আহমদ (সভাপতি, প্রমিজ ক্রিকেট ক্লাব, দরগাবাজার), সুমন আহমদ (সভাপতি, ফ্রেন্ডস ক্লাব বড়লেখা)।
প্রচার সম্পাদক আক্তার হোসেন (যুগ্ম সম্পাদক, কাঠালতলী ক্রিকেট ক্লাব), সহ-প্রচার সম্পাদক রুহেল আহমদ (সদস্য, বালিছড়া ক্রিকেট ক্লাব), তাহমিদ হাসান দুলাল (ক্রীড়া সংগঠক)।
কোষাধ্যক্ষ তাওহিদ ছারওয়ার মান্না (সভাপতি, পাখিয়ালা স্পোটিং ক্লাব), সহ-কোষাধ্যক্ষ রিয়াদ আহমদ (সাংগঠনিক সম্পাদক, আজিমগঞ্জ ক্রিকেট একাডেমি), জুবায়ের আহমদ সবুজ (সাধারণ সম্পাদক, প্রমিজ ক্রিকেট ক্লাব, দরগাবাজার)।
দপ্তর সম্পাদক এম. সারওয়ার হোসাইন (অধিনায়ক, বৃহত্তর বর্ণি ক্রিকেট ক্লাব), সহ-দপ্তর সম্পাদক মারুফ আহমদ (সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস ক্লাব বড়লেখা), সাব্বির আহমদ (দরগাবাজার ক্রিকেট ক্লাব)।
ক্রীড়া সম্পাদক আবু তাহের (সাধারণ সম্পাদক, ক্রিকেট ফাইটার্স কলাজুরা), সহ-ক্রীড়া সম্পাদক খন্দকার শান্ত মিয়া (সাধারণ সম্পাদক, হাইপার হর্স সুজানগর), সৈয়দ আব্দুস সামাদ (সাধারণ সম্পাদক, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাব বড়লেখা)।
সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমদ বটল (সহ-সাধারণ সম্পাদক, মহুবন্দ ক্রিকেট লীগ), সহ-সাংস্কৃতিক সম্পাদক হিফজুর রহমান (ক্রীড়া সংগঠক), এম লিমন আহমদ (ক্রীড়া সংগঠক), আহমেদ শাহরিয়ার সাগর (সদস্য, সেঞ্চুরিয়ান ক্রিকেট ক্লাব), শিক্ষা ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন (সাধারণ সম্পাদক, সানফ্লাওয়ার স্পোটিং ডিমাই), সহ-শিক্ষা ও প্রকাশনা সম্পাদক জাহিদ জামান (টিম ম্যানেজার, সাইডিং রয়েলস ক্রিকেট ক্লাব), আশরাফ মাহমুদ রাহি (সাধারণ সম্পাদক, মহুবন্দ জুনিয়র ক্রিকেট ক্লাব)।
পৌর প্রতিনিধি শরিফ উদ্দিন ইমন (সহ-সাধারণ সম্পাদক, মহুবন্দ ক্রিকেট লীগ), ১নং বর্ণি ইউনিয়ন মাহমুদুর রহমান (সাধারণ সম্পাদক, বৃহত্তর বর্ণি ক্রিকেট ক্লাব), ২নং দাসেরবাজার ইউনিয়ন হারুনুর রশিদ (সভাপতি, শংকরপুর স্পোর্টিং ক্লাব), ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন সাব্বির হোসেন (সভাপতি, চান্দগ্রাম ক্রিকেট ক্লাব), ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন আনোয়ার হোসেন (সভাপতি, শাহবাজপুর ক্রিকেটার্স), ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন মারজান হোসেন (সদস্য, সেঞ্চুরিয়ান ক্রিকেট ক্লাব), ৬নং সদর ইউনিয়ন তারেক মাহমুদ (সভাপতি, চ্যালেঞ্জারর্স ক্রিকেট একাডেমি), ৭নং তালিমপুর ইউনিয়ন খয়রুল ইসলাম (ইউ.পি সদস্য, ৭নং তালিমপুর ইউনিয়ন), ৮নং কাঠালতলী ইউনিয়ন ইমরান আহমদ (অধিনায়ক, হান্টার বয়েজ ক্রিকেট ক্লাব কাঠালতলী), ৯নং সুজানগর ইউনিয়ন মাস্টার খালেদ আহমদ (সিনিয়র সহ-সভাপতি, আজিমগঞ্জ ক্রিকেট একাডেমি), ১০নং দক্ষিণভাগ ইউনিয়ন সাব্বির হোসেন (সদস্য, রেইনভো ওয়ারিয়ার্স রতুলি)।
সদস্য জিয়া উদ্দিন মিলন (প্রতিষ্ঠাকালীন সভাপতি, বৃহত্তর গাজিটেকা ক্রিকেট ক্লাব), আমিনুর রহমান (সভাপতি, দরগাবাজার ক্রিকেট ক্লাব), জুবেল আহমদ (সাবেক ক্রিকেটার, অগ্রগামী ক্রিকেট ক্লাব, সুজানগর), আব্দুল আহাদ চৌধুরী (সাবেক ক্রিকেটার, স্কাইলারর্স ক্রিকেট ক্লাব), জামিল আহমদ (সাবেক ক্রিকেটার, বারইগ্রাম স্পোর্টিং ক্লাব), তাহমীদ ইশাদ রিপন (প্রতিষ্ঠাত সভাপতি সোনার বাংলা স্পোর্টিং ক্লাব), রুহুল আমিন (সহ-সভাপতি, গ্রামতলা ক্রিকেট ক্লাব), নাদের আহমদ (ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব), জাহাঙ্গীর আলম (ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব), আলী আহমদ তাপাদার (ক্রিকেট সংগঠক, বড়লেখা), ফয়ছল ইবনে মুমিত (সাধারণ সম্পাদক, ফিলিংস স্পোটিং ক্লাব), আমজাদ হোসেন পাপলু (ক্রীড়া ধারাভাষ্যকার, বড়লেখা), ফয়ছল রানা (ক্রীড়া ধারাভাষ্যকার, বড়লেখা), অভিশেক সিং রাজিব (পিএমসি), আব্দুল বাছিত (সাধারণ সম্পাদক, রয়েল ক্রিকেট ক্লাব, তালিমপুর), কয়েছ আহমদ (ক্রীড়া সংগঠক বড়লেখা), আবজাল হোসেন (বারইগ্রাম স্পোর্টিং ক্লাব), আমিনুল ইসলাম রাজু (সভাপতি, গ্লোরিয়াস ক্রিকেট ক্লাব, ঘোলসা), জুনেদ আহমদ (ক্রিকেটার), শামিম আহমদ (সহ-সভাপতি, বৃহত্তর গাজিটেকা ক্রিকটে ক্লাব), অমর দাস (সাধারণ সম্পাদক, বি.ও.সি কেছরীগুল), জাহিন আহমদ (ক্রীড়া সংগঠক), সাদিকুর রহমান সাদিক (ক্রীড়া সংগঠক), জুবেল আহমদ (সাংগঠনিক সম্পাদক, মহুবন্দ ক্রিকেট লীগ), জয়দুল ইসলাম তাপাদার (টিম ম্যানেজার, গাজিটেকা ক্রিকেট ক্লাব)।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302