সারাদেশে নারী ও শিশু নির্যাতন-খুন-ধর্ষণ-মব সন্ত্রাস বন্ধ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ মার্চ) বিকাল সাড়ে তিনটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খানম এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রিতা তালুকদার,আশু রানি শর্মা,রত্না বসাক,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী অর্চিতা শর্মা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থান ছিলো এদেশের সর্বস্তরের মানুষের বৈষম্য দূর করার আকাঙ্খা। কিন্তু ভোরের সূর্য ওঠার আগেই যেন কালো মেঘের ছাঁয়া নেমে এসেছে আমাদের জাতীয় জীবনে। সারাদেশে খুন, ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের যেন মহা উৎসব চলছে। মৃত্যু উপাত্যকায় পরিণত হয়েছে বাংলার জনপদ। ৮বছরের শিশু থেকে ৭০-৮০ বছরের বৃদ্ধাও রক্ষা পাচ্ছে না ধর্ষণ নির্যাতনের হাত থেকে। পুলিশ প্রশাসন যেন রক্ষক নয় ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বক্তারা সারাদেশে নারী নির্যাতন-খুন-ধর্ষণ-মব সন্ত্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন।
বক্তারা, সারাদেশে নারী নির্যাতন-খুন-ধর্ষণ-মব সন্ত্রাস বন্ধ ও নিত্যপণ্যের দাম কমানো দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302