
যুক্তরাজ্যে প্রবাসী ময়নাবাজার সমাজকল্যাণ পরিষদের মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় অনুষ্ঠান ও ইফতার মাহফিল হোয়াইটচ্যাপেলস্হ 115 New Road London E1 1Hj Taratari Restaurat তে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী সিরাজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সংগটক কাজী নজমুল আহমদের পরিচালনায এতে প্রধান অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসাইন খান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জিলু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য এনামুল হক চৌধুরী, সাংবাদিক আব্দুস সামাদ রনি ও সাংবাদিক ফয়সল মাহমুদ।
বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাবফুল্লাহ মনসুর তফুর, সহ সাধারণ সম্পাদক বেলাল আনছারী ও মুহাম্মাদ মানিক মিযা, কোষাধ্যক্ষ মেহেদী আল শাহান ও সাংগঠনিক সম্পাদক ইকরামুল সাজু।
বেলাল আনছারীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চ্যারেটি সংগটন গরিব কল্যাণ ট্রাষ্টের সাবেক সভাপতি কলিম উল্লাহ বকুল, সহসভাপতি সৈয়দ তফজ্জুল হোসেন, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ মফুর চৌধুরী, মুহাম্মদ আজাদ মিযা, নেপুর চৌধুরী, সামসুল ইসলাম তাপাদার বজলু একলিম চৌধুরী, মুহাম্মদ ফয়সল চৌধুরী, মুহাম্মদ নুরুল হক, হেলাল আনছারী, জামাল আহমদ, সাইফুর রহমান চৌধুরী শাহেদ, সংগঠক এমরান আহমদ,লেখক সমালোচক রাজন আহমদ, কামরান রহমান তাপাদার, রায়হান আনছারী, মাহবুব আহমদ,বদরুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম সুমন, নাইম আহমদ, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, পারভেজ আহমদ, ইমরান আহমদ, আরিফুল হক,কাজী তোহা ও বাদশা মিযা প্রমুখ।
পরে বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।