• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: বাসদ

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: বাসদ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে আম্বরখানা পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসের সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ এর সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সিমান্ত রায়, জিতু সেন, মাহফুজ আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের বীরেন সিং ও সিপন পাল,সংগ্রাম পরিষদের আকবর হোসেন, শহীদ নূর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নাঈম আহমেদ, প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর মুক্তিযুদ্ধ কে অস্বীকার করায় চক্রান্ত চলছে। মুক্তিযুদ্ধকে বাতিল করার পরিকল্পনা হিসেবে সংবিধান থেকে চার মূলনীতি বাতিলের কথা আসছে। অথচ এই চার মূলনীতি আওয়ামী লীগের আবিষ্কার নয়, বরঞ্চ পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষের আকাঙ্ক্ষায় গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের চেতনা মূর্ত হয়েছিল। সেদিনের বুর্জোয়া শাসকরা তাই জনগণের এই আকাঙ্ক্ষা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর বুর্জোয়া শ্রেণীর সকল শাসকগোষ্ঠী এই মূলনীতির বিপরীতে দেশ পরিচালনা করে বাংলাদেশকে চরম বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গিয়ে কোনো বয়ানই দাঁড় করানোর অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।