
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদের বাড়িতে হামলা চালিয়েছে বিএনপির প্রভাবশালী নেতা কউছর আলী ও তার আত্মীয় স্বজনরা। গত ২৬ মার্চ ২০২৫ তারিখ বিকেল ৫টায় কাশিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের শত্রুতার জের ধরে কউছর আলীর নেতৃত্বে তার আত্মীয় স্বজনরা সুমন আহমদের বাড়িতে ঢুকে তাকে না পেয়ে তার চাচা এরশাদ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার ডান কান কেটে দিয়ে রক্তাক্ত গুরুত্ব জখম করে এবং বাড়ির মূল্যবান সামগ্রী ভাঙচুর করে। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
সুমন আহমদের বড় চাচা লুৎফুর রহমান অভিযোগ করে বলেন, পূর্বের শত্রুতার জের ধরে বিএনপির প্রভাবশালী নেতা কউছর আলী ও তার আত্মীয় স্বজনরা দেশীয় অস্ত্র-সস্র নিয়ে আমাদের বাড়ির ভেতরে ঢুকে আমার ভাতিজা সুমন আহমদকে হত্যা করার উদ্দেশ্যে এসে তাকে না পেয়ে আমার ভাই এরশাদ মিয়া এর ওপর নির্মম ভাবে হামলা করে গুরুত্ব আহত করে একপর্যায়ে আমার ভাইয়ের কান কেটে দিয়ে সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে বলে, আমার ভাতিজা সুমন আহমদ দেশে ফিরলে তাকে হত্যা করা হবে।” এ ঘটনায় সুমন আহমদের পরিবার চরম আতঙ্কে রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ছাত্রলীগ নেতা সুমন আহমদের বাড়িতে হামলা ও তার চাচাকে আহত করা হয়েছে,।এই বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”