
দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী তারিখ ঘোষণা, নারী নির্যাতন-খুন-মব সন্ত্রাস বন্ধ, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শহীদ আহমদ, মনজুর আহমদ, জাহেদ আহমদ, মাহফুজ রহমান, শহীদ নূর,সালা উদ্দিন, মিজান রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ হয়নি। ফলে অতিনিয়ন্ত্রিত স্বৈরাচার থেকে এখন অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচার চলছে। বক্তারা বলেন, অনেকেই এখন পুরাতন ব্যবস্থার নতুন মোড়কে নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাথে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও চাল, তেলসহ নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের দখলে, নারী নির্যাতন-খুন-ধর্ষণ-মব সন্ত্রাস অতীতের যেকোনো সময়ের ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। দেশের বিদ্যমান নৈরাজ্যকর পরিস্থিতির অবসানের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দরকার।
বক্তারা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।