• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ পিপলস পার্টি জৈন্তাপুর উপজেলার ইফতার ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫
বাংলাদেশ পিপলস পার্টি জৈন্তাপুর উপজেলার ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ পিপলস পার্টি সিলেটের জৈন্তাপুর উপজেলার উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিল পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফরহাদ হোসেন।

বাংলাদেশ পিপলস পাটি জৈন্তাপুর উপজেলা সভাপতি মোহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আসলাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার সিলেট বিভাগীয় সমম্বয়ক তালুকদার মো: মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার বিপিপির আহবায়ক মোঃ সোহেব আহমদ, যুগ্ম আহবায়ক এস এম বাবুল, জৈন্তাপুর উপজেলা যুবদলের সভাপতি ও দরবস্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মামুন রহমান, শিহাব প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা ও সাধারণ জনগণ ও হাজার হাজার জীবনের বিনিময়ে লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বিদায় করে দিয়েছে। তারা যতই চক্রান্ত করুক না কেন দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। তাদের হাতে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আজ দেশের সাধারণ মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। আমরা স্বাধীন সর্বভৌম বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন প্রপাগান্ডার কালিমা লিপ্ত মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার অন্যায় অত্যাচার অবিচার থেকে মুক্ত সুন্দর সোনালী বাংলাদেশ চাই। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় এজেন্ট আছে তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান। অন্তর্বতী সরকারের কাছে দেশের সাধারণ জনগণের প্রত্যাশা ভবিষ্যতে কেউ যেন দেশ ও জাতির বিরুদ্ধে গিয়ে বিদেশি প্রভুত্ব বাদী কায়েম করতে না পারে সে ব্যবস্থা গ্রহন করতে হবে। বক্তারা বলেন, আমাদের ভিন্নপথ ও ভিন্নমত থাকেতে পারে দেশ ও জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।