স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার 'স্বপ্ননীড় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দেশ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে (৩০ মার্চ) উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর বাজার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে একশ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাহাদ আলম হৃদয়ের সঞ্চালনায় ও সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট নাসিরুল হক আফিন্দী , সংগঠনের উপদেষ্টা কাউসার আফিন্দী, এবাদুর রহমান, সহসভাপতি হাসানুর রহমান হাসান, সাধারণ সম্পাদক তারেক মিয়া, শিব্বির আহমদ, পল্লী চিকিৎসক শামসুল আলম, এবাদুর রহমান, শের আলী, মোফাজ্জল হক, উজ্জ্বল হোসেন প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302