
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল অব্যাহত, এরই ধারাবাহিকতায় শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে “মার্চ ফর গাজা” কর্মসূচি পালনে দেশের সকল ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সকল আলেম ওলামাগণ সহ ধর্মপ্রাণ মুসলমানগন আজ ঐক্যবদ্ধ।এ কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে রাজধানীতে সবচেয়ে বড় জমায়েত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সকল আলেম-ওলামাগণ সহ ধর্মপ্রাণ মুসলমানগন এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। যা ইসলামী রাজনৈতিক দলগুলো সহ মুসলমানদের মধ্যে তৈরি হতে পারে ঐক্যের বন্ধন।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের নাম “পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ” এখানে রিপাবলিক বা প্রজাতন্ত্র শব্দ নিয়ে অসন্তোষ ছিল এতে করে নাগরিকদের প্রজা সাব্যস্ত করা হচ্ছে যা নাগরিকদের মর্যাদা ও রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হীন করে উপস্থাপন করা হয়েছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব দেন,যা বাংলাদেশ নামের পরিবর্তন নয় বরং “প্রজাতন্ত্র”শব্দের বদলে “জনকল্যাণ” বা “পিপলস ওয়েলফেয়ার” শব্দের প্রস্তাব দিয়াছেন যা ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিশনও প্রস্তাব দিয়েছে তা অনেকই না বুঝেই ভিন্ন অর্থে ব্যবহার করেছেন যা দেশ ও জাতির জন্য কাম্য নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালি থানা শাখার উদ্যোগে শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় নগরীর সুরমা টাওয়ারের দলীয় কার্যালয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কোতোয়ালি থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান,বক্তব্য রাখেন কোতোয়ালি থানা সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, মোঃ জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আহমদ, সংগঠনিক সম্পাদক মোঃ জুবায়েল আহমদ, প্রচারে দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন জাকির সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।