
বর্বর ইসরায়েলি মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা বন্দরবাজার বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী যুব আন্দোল বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুহাম্মাদ জাকির হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম ও নগর সাধারণ সম্পাদক মুফতী শরাফত উল্লাহ আরফানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-সম্পাদক মাওলানা মুহাম্মাদ বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতী আবু তাহের মিছবাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ বদরুল হক বলেন, গাজায় ইসরাইলের নৃশংসতা ও বর্বরতা সব ঐতিহাসিক নৃশংসতা ছাড়িয়ে গেছে। তিনি ইসরাইলের পদক্ষেপকে বর্বর এবং শিকারকারী হিসাবে বর্ণনা করেছেন, যোগ করেছেন যে তার গণহত্যা সব মানবিক বিপর্যয় অতিক্রম করেছে। তিনি পশ্চিম সরকার, বৈশ্বিক প্রতিষ্ঠান এবং আরব সরকারের নীরবতার সমালোচনা করে তাদের নিষ্ক্রিয়তাকে ঐতিহাসিক অপমান বলে আখ্যায়িত করেছেন। তিনি জোর দেন যে, মধ্যপ্রাচ্য থেকে ইজরায়েল এর অবৈধ রাষ্ট্র নির্মূল না হওয়া পর্যন্ত, বিশ্ব মুসলিম উম্মাহর বিক্ষোভ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি বক্তব্যে মুফতী আবু তাহের মিছবাহ বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল অবৈধ রাষ্ট্র প্যালেস্টাইনে ধ্বংস ও গণহত্যা চালাচ্ছে যা ইতিহাসের সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘনগুলির একটি হিসাবে চিহ্নিত করছে। বিধায় ইসরায়েলিদের অর্থনৈতিক চাপ বজায় রাখতে ভারত আমেরিকান ও ইসরাইলের সকল পণ্য বয়কটের ডাক দিয়েছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মুহা. আনিসুর রহমান, নগর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতিউর রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ নোমান ফাহাদ সহ জেলা ও মহানগর যুব আন্দোলনের নেতৃবৃন্দ।