• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনিদের আবাসভূমির দাবিতে বাসদ এর গণমিছিল

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫
গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনিদের আবাসভূমির দাবিতে বাসদ এর গণমিছিল

ফিলিস্তিনের গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো,মব সন্ত্রাস বন্ধ, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও চা শ্রমিকদের বকেয়া মজুরি-রেশন প্রদানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে গণমিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্টে পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ নেতা উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মনজুর আহমদ,চা শ্রমিক ফেডারেশনের বীরেন সিং। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সহ-সভাপতি বেলাল হোসেন ও শহীদ আহমদ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ইয়াছিন আহমদ,আনিছ খান,শেখ রফিকুল ইসলাম, রনি আহমদ, মাহফুজ আহমেদ, এরশাদ আহমদ, শহীদ নূর,সিমান্ত রায়, আবুল খায়ের প্রমূখ।

সমাবেশ বক্তারা বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদের নেতৃত্বে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার এবং তেল সম্পদের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালে ‘ইসরায়েল’ নামক একটি কৃত্রিম জায়নবাদী সামরিক রাষ্ট্রের সৃষ্টি করে। ৭ হাজার কিলোমিটার দিয়ে শুরু হলেও ক্রমাগত ফিলিস্তিনের জায়গা দখল করে চলেছে ইসরাইয়েল সরকার। ইতিমধ্যেই গাজার অর্ধেক ভূমি দখল করে নিয়েছে ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী দুনিয়া অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে দানবে পরিণত করেছে। সর্বশেষ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত, ১১ হাজার নিখোঁজ এবং ১ লক্ষ ১৫ হাজার আহত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। লক্ষ লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘের তথ্য মতে গাজায় ইতিমধ্যে প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংশ বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ২২ লক্ষ ফিলিস্তিনকে মধ্যপ্রাচ্যের অন্য দেশে চলে যেতে বলেছে এবং গাজা আমেরিকাকে দিয়ে দিতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিম তীরে বিলাসবহুল রিসোর্টসহ পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে।

বক্তারা বলেন, একদিকে ধর্ম-বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদ হচ্ছে। অন্যদিকে মিসর, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কতিপয় মুসলিম দেশ জায়নবাদী ইসরাইল রাষ্ট্রের সাথে এখনও কূটনৈতিক সম্পর্ক রেখেছে। এটি অত্যন্ত লজ্জাজনক।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সারাদেশের ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে আসলেও সরকার এখন পর্যন্ত নিরব ভূমিকা পালন করছে। বক্তারা সড়কে শৃঙ্খলা আনয়নে অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান। বক্তারা কালাগুল, ছড়া গাঙ,বুরজান সহ বিভিন্ন বাগানে চা শ্রমিকদের দীর্ঘ ১৭ সপ্তাহ থেকে মজুরি-রেশন প্রদান না তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বকেয়া মজুরি-রেশন প্রদানের আহ্বান জানান ।

সমাবেশে বক্তারা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনী তারিখ ঘোষণা ও মব সন্ত্রাস বন্ধের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সেগুনবাগিচাস্হ বাসদ কেন্দ্রীয় কার্যালয়ে রাতের আঁধারে দুর্বৃত্তদের দ্বারা সাইনবোর্ড খুলে ফেলার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।