• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ৩নং ওয়ার্ড কমিটি গঠন

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ৩নং ওয়ার্ড কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় ৩নং ওয়ার্ড শাখার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

কোতোয়ালি থানার সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানার ৩নং ওয়ার্ড শাখার বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে হাফেজ মাওলানা গোলাম রব্বানীকে সভাপতি, হাফেজ মাসুম বিল্লাহকে সহ-সভাপতি, মোঃ জুবায়েল আহমেদকে সেক্রেটারি ও মোহাম্মদ সাজিদুল বারি সাফিকে জয়েন সেক্রেটারি করে কমিটি অনুমোদন করা হয়।

নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান।