
বিদেশে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দুসররা বিদেশের মাটিতে বসে বিএনপি তথা দেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
বক্তারা বলেন, শুধু আওয়ামী লীগ নয় তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অপপ্রচারে পিছিয়ে নেই, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত বিএনপি তথা দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আছে। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ কর্মী মোস্তাফিজুর রহমান সোহাগ, মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আল জাবের আহমদ রুম্মান, ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান, ছাত্রলীগ নেত্রী সুহাদা বেগম সহ আরও কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।তাদেরকে পরিস্কার ভাষায বলে দিতে চাই, সাহস থাকলে দেশে আসুন, না হয় বিদেশে বসে অপপ্রচার চালাবেন না। পরিণাম ভালো হবে না।বক্তারা অপপ্রচারকারীদের অতিদ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদল নেতা মো: কাওসার আহমেদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা সাইদুল ইসলাম সুহান, ছাত্রদল নেতা ফয়জুর রহমান সিফাত প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সিলেট জেলা মহানগর ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।