আনন্দ আড্ডায় একটি দিন কাটাল সিলেট নগরীর ১৪নং ওয়ার্ডের লোকজন। ঈদ পুনর্মিলনী ও বৈশাখী অনুষ্ঠানে ছিল দলমত নির্বিশেষে সকল মানুষের উপস্থিতি।
ঈদের পর একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর আড্ডায় মেতে ওঠেন। আয়োজনে কমতি রাখেননি সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। মুলত এলাকার যুবক ও মুরব্বিদের কথায় এই অনুষ্ঠানের আয়োজন করেন নজরুল ইসলাম মুনিম।
বৃহস্পতিবার সন্ধ্যার পর আলো ঝলমল হয়ে ওঠে নগরীর ধোপাদিঘীরপাড় ইউনাইটেড কমিউনিটি সেন্টার। রাত আটটার পরপর কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো সেন্টারটি। দুটি হল রুম ছিল লোকে লোকারণ্য।
এলাকার সকল লোকদের সম্মান জানাতে রাখা হয়নি কোন আনুষ্টানিকতা। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুনিম।
এ সময় তিনি বলেন, আমি সব সময় আপনাদের ছিলাম এখনো আছি। এখন সাবেক হলেও আপনারা (ওয়ার্ডবাসী) যেকোন সময় আসবেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সিলেটের গুণী শিল্পীরা গান পরিবেশন করেন। জান্নাত আরা নাজনিন আশার সঞ্চালনায় শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302