জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যগণ শুক্রবার (১৯ এপ্রিল) অর্ন্ততর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট ১৫টি মূল বিষয়সহ ৪৩৩টি প্রস্তাবসম্বলিত একটি প্রতিবেদন হস্তান্তর করেছেন। এই প্রস্তাবনা সমূহে এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন শ্রমিক আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা, ইসলামের পারিবারিক উত্তরাধিকার আইনকে নারীদের প্রতি বৈষম্য হিসাবে আখ্যা দিয়ে এটির বিলুপ্তি চাওয়া ইত্যাদি।
সিলেট মহানগর জমিয়ত নেতৃবৃন্দ এ ধরণের প্রস্তাবনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একটি মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশে এভাবে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার কারো নেই। কুরআন বিরোধী এ রকম আইন করলে মুসলিম পরিচয় দেয়ার অধিকারও থাকে না। স্বাভাবিক কারণে এসব ইসলামবিরোধী প্রস্তাবনা কার্যকর তো দূরের কথা, আগে নারীবিষয়ক এই সংস্কার কমিশন বাতিল করতে হবে।
সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এসব কথা বলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302