সিলেটের বিয়ানীবাজারে দেউলগ্রাম দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হলো একটি পাকা টিনসেটের ঘর। গত সোমবার ( ১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক কানাডা প্রবাসী মঞ্জুর আহমেদ এর বড়ভাই তারেক আহমদ বিয়ানীবাজার থানায় একট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (মোল্লাবাড়ি এর মৃত আছাব আলীর ছেলে মঞ্জুর আহমদ মালিকানাধীন পাকা টিনসেট বসতঘরটি গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগয়ে জ্বালিয়ে দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন আগুন দেখে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনলেও এর আগেই ঘরটির বসতঘরের টিনের চাল, দেয়াল ও বসতঘরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগের এজহারে তারেক আহমদ উল্লেখ করেন।
এ ব্যাপারে কানাডা প্রবাসী মঞ্জুর আহমেদ এর বড় ভাই তারেক আহমদ জানান, আমার ভাই ছোট ভাই মঞ্জুর আহমদ প্রবাসে থাকে। সে দেশে থাকতে তার অনেক শত্রু ছিল। মঞ্জুর আহমেদ এর একটি ব্যাবসা প্রতিষ্ঠান ছিলো সেখানে কয় দিন পরে পরে এই সন্ত্রাসীরা চাদা দাবী করতো সে চাদা না দিলে ২০২৩ সালের ২৫ শে জুন তার উপর হামলা চালায় এর পরে ২২৩ সালের ২১ শে আগষ্ট রাতে এবং ১৮ই সেপ্টেম্বর ও হামলা করে মঞ্জুর আহমেদ এর এই দোকানে সন্ত্রাসীরা অনেকবার হামলা করেছে এবং প্রান নাশের হুমকি দেয়। তার স্ত্রী সন্তানরাও তাদের ভয়ে বর্তমানে শ্বশুর বাড়ি সহ বিভিন্ন জায়গায় থাকেন। হয়তো এই সন্ত্রাসীরা মনে করেছিল মঞ্জুর আহমেদ এর স্ত্রী ও সন্তানরা এখানে থাকেন তার জন্য হয়তো বাড়ীতে হামলা করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
মঞ্জুর আহমেদ এর বড় ভাই তারেক আহমদ আরো বলেন এই সন্ত্রাসীরা হয়তো শত্রুতার বশ্যবর্তী হয়ে আমার ছোট ভাইয়ের ঘরটি পরিকল্পিত ভাবে জ্বালিয়ে দিয়েছে। এই ঘরটিতে বিদ্যুৎ না থাকায় শকট সার্কিট হয়েও আগুন লাগার সম্ভাবনা নাই। ঘরটি দেখাশুনা করেন আমার চাচাতো ভাই ছানা মিয়া। উনি উনার ঘরে ঘুমে থাকায় দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটায় পরে আশে পাশের মানুষের চিৎকারে ঘুম ভাঙলে পরে এসে দেখেন দুর্বৃত্তরা ঘরটি জ্বালিয়ে দেয়। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। আশাকরছি অভিযুক্তরা ধরা পড়বে।
বিয়ানীবাজার থানার ওসি আসরাফ উজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302