সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’, বেফাকুল মাদারিস, আজাদ দ্বীনী এদারা, তানযীম ও নূরানী বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় এবারও ফলাফলে সিলেট বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ‘জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদ্রাসা।’
হযরত লুৎফুর রহমান বর্ণভী (রহ.) এর প্রতিষ্ঠিত ও আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতি বিজড়িত বরুণা টাইটেল মাদ্রাসার-২০২৪-২০২৫ সালে হাইআতুল উলয়া বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৩৬ জন অংশগ্রহণ করে ৪টি মুমতায (এ প্লাস), ২টি সিরিয়াল, ৯টি জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ), ১৯টি জায়্যিদ (২য় বিভাগ) এবং ৪টি মাকবুল অর্জন করে।
মাদরাসার শিক্ষা সচিব (নাজিমে তালিমাত) হাফেজ মাওলানা ফখরুযযামান বলেন, বিগত বছরের ন্যায় এবারও শিক্ষকদের মেহনত ও ছাত্রদের নিরলস চেষ্টায় সকল বোর্ডে কৃতীত্বের স্বাক্ষর রেখেছে বরুণা মাদরাসা।
তিনি জানান, এবছর বোর্ড পরীক্ষায় মোট পরিক্ষার্থী ৩২৫জন ছিলেন। এর মাঝে ৩৪ জন মেধা তালিকায় স্থান করেছেন। ১৫২ জন মুমতায (এ প্লাস), ৮৮জন প্রথম বিভাগে ও ৫৬ জন শিক্ষার্থী ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাও. শায়খ নূরে আলম হামিদী ও অধ্যক্ষ মাওলানা শায়খ বদরুল আলম হামিদী মহান আল্লাহ তায়ালার শোকর আদায় করে উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শিক্ষক, অভিভাবক ও দেশ-বিদেশের দাতাগনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302