সিলেটে বিস্ফোরক মামলার আসামি রাহুল দেবনাথ (৩৫) নামে সিলেট মহানগর যুবলীগ নেতাকে গ্রেপ্তফতার করেছে এসএমপি কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতার রাহুল দেবনাথ নগরীর জিন্দাবাজার গোবিন্দ জিউর আখড়া এলাকার জিতেন দেবনাথের ছেলে। তিনি মহানগর যুবলীগের সক্রিয় নেতা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাত ৪টার জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ একটি টিম তাকে গ্রেফতার করেন। কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০,তারিখ: ১২/০২/২০২৫ ইং।
এতে বলা হয়, সিলেট কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন রাহুল বেদনাথ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিন্দাবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করলে আদালতে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়াও রাহুল দেবনাথের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার একটি হত্যা মামলা রয়েছে। মামলা নং-২২, তারিখ: ২৯/০৮/২০২৪ ইং।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউল হক। তিনি বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন রাহুল দেবনাথ। তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে পিস্তল, শর্টগান, কাটারাইফেল থেকে শুরু করে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ভয়ংকর স্লাইপার রাইফেলও ব্যবহার করেছে বলে অভিযোগ উঠছে। এসব ঘটনায় সক্রিয় ছিল যুবলীগ নেতা রাহুল দেবনাথ। রাহুলসহ অস্ত্রধারি সন্ত্রাসীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের পক্ষ থেকে ছররা গুলী, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের তথ্য থাকলেও প্রাণঘাতি বুলেট ব্যবহারের কথা স্বীকার করেনি কেউ। অথচ ছাত্র আন্দোলনে সিলেট নগরীতে গুলীবিদ্ধ হয়েছেন শতাধিক ছাত্রজনতা। আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া প্রাণঘাতি অস্ত্রের গুলীতে বুলেট বিদ্ধ হয়ে এখনো ব্যাথায় কাতরাচ্ছেন অনেকেই। এছাড়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অনেকেই।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302