নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে পূর্ব শত্রুতায় সম্পত্তির বিরোধের জেরে খালাতো ভাই মোঃ শামীম আহমদ এর অতর্কিত হামলায় আরেক খালাতো ভাই তোফায়েল আহমদ (২৬) নামের এক গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে রাত ১১টার দিকে ওসমানী নগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত তোফায়েল আহমদ ওসমানীনগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামের আব্দুল মুমিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ মান্দারুকা গ্রামের সিজাম উদ্দিনের সাথে খালাতো ভাই মোঃ শামীম আহমদ এর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্বের শুত্রুতার জের ধরে মোঃ শামিম আহমদের অনেক দিন দরে বড় ভাই সিজাম উদ্দিনকে বাড়িতে অনেক দিন দরে খুঁজাখুঁজি করছে। তখন তোফায়েল আহমদ মোঃ শামীম আহমদকে বললেন আমার বাড়িতে কি খুঁজাখুজি করছো তখন শামীম আহমদ উত্তেজিত হয়ে সিজাম উদ্দিনকে না পেয়ে তোফায়েল আহমদকে হুমকি ধামকি দেয়। এরপর শামীম আহমদ তোফায়েল এর বাড়িতে বার বার খুঁজাখুঁজি করে সিজামকে না পেয়ে গত ২৪ এপ্রিল রাত ১১টার দিকে তোফায়েলের বাড়িতে ভাংচুর করে, তখন তোফায়েল আহমদ প্রতিবাদ করলে শামীম বাহিনীর লোকেরা তোফায়েলের কোনো কথা না শুনে ১০/১২ লোক তার উপর কিল, ঘুষি মেরে অতর্কিত হামলা চালায়। তখন এক পর্যায়ে তোফায়েলের বাবা এসে হামলা থেকে তার ছেলেকে রক্ষা করতে গেলে শামীম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিয়ে বাড়ি ত্যাগ করে। এঘটনায় সিজাম উদ্দিনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছেন।
এ ঘটনায় বিষয়ে তুফায়েল আহমদ ও আব্দুল মুমিন জানান, সম্পত্তির বিরোধের জেরে আমার বাড়িতে অন্যায়ভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসী শামীম আহমদ সহ তার বাহিনীরা। আমার ছেলে সিজাম উদ্দিনের সাথে তার পূর্ব শত্রুতার জেরে তাকে বাড়িতে না পেয়ে আমার ছেলে তোফায়েল আহমদ এর উপর শামীমের নির্দেশে ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমি জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302