
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা, নগর ও উপজেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সাহিত্য আসর কক্ষ) এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে নগর সভাপতি মুহা. জাকির হোসাইন এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম ও নগর সাধারণ সম্পাদক মুফতী শরাফত উল্লাহ আরফান এর যৌথ সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মাধ্যমেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তাই ইসলাম ও জাগতিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও শিক্ষিত যুব সমাজ গড়তে হবে।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতী মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় উপ-সম্পাদক মাওলানা বদরুল হক। এসময় বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সভাপতি জননেতা মুফতী সাইদ আহমেদ।
এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জনশক্তি সিলেট জেলা ও মহানগরে আরো মজবুত করতে আলোচকগণ নির্ধারিত বিষয়কে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।